গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা সমবায় অফিসারের কার্যালয়
মধুপুর, টাঙ্গাইল।
০১. ভিশন ও মিশন
ক) রুপকল্পঃ
টেকসই সমবায়, টেসসই উন্নয়ন।
খ) অভিলক্ষ্যঃ
সমবায়ীদের সক্ষমতা বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কৃষি,অকৃষি,আর্থিক ও সেবা খাতে টেকসই সমবায় গড়ে তোলা।
০২.প্রতিশ্রুতি সেবাসমুহ
২.১) নাগরিক সেবা
ক্রমিক নং | সেবার খাত | বিবরণ | নিস্পত্তির সময় | আর্থিক খরচ | অত্র কাযালয়ের ভুমিকা | চুড়ান্ত কতৃপক্ষ |
০১
|
সমবায় সমিতি নিবন্ধন | ক) সরকারী সমর্থন র্পুষ্ট সমবায় সমিতি খ) প্রাথমিক সমবায় সমিতি গ) কেন্দ্রয় সমবায় সমিতি |
৬০ দিন | ক) ট্রেজারী চালান মূলে ৫০/- খ) ট্রেজারী চালান মূলে ৩০০/- গ) ট্রেজারী চালান মূলে ১০০০/- |
ক) নিবন্ধন করা খ) তদন্ত সাপেক্ষে অগ্রায়ন করা গ) তদন্ত সাপেক্ষে অগ্রায়ন করা |
ক) উপজেলা সমবায় অফিস খ) জেলা সমবায় অফিস গ) যুগ্ম-নিবন্ধক |
০২
|
অডিট সম্পাদন | সমবায় সমিতির বার্ষিক অডিট সম্পাদন | পরবতী বছরের ৯ মাসের মধ্যে (জুলাই-মার্চ) |
নেই
|
উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সমবায় আইন ও বিধিমালা অনুযায়ী বার্ষিক অডিট সম্পাদন করা |
-
|
০৩
|
অডিট ফি আদায় | সমিতির নীট লাভের উপর সরকারী প্রদেয় | ৩০ জুনের মধ্যে | নীট লাভের ১০% ট্রেজারী চালান মূলে | চালানের মূলে প্রেরণ নিশ্চিত করা |
-
|
০৪ | সি ডি এফ | সমিতির নীট লাভের উপর সরকারকে প্রদেয় | পরবর্তী অডিট বর্ষের শুরুতে | নীট লাভের ৩% ব্যাংক ডিডি মূলে | ব্যাংক ডিডি মূলে প্রেরণ সিশ্চিত করা |
-
|
০৫ |
প্রশিক্ষণ |
ক) প্রশিক্ষণ কর্তৃক ভ্রাম্যমাণ প্রশিক্ষণ খ) উর্ধ্বতন কার্যালয় হতে মনোনীত সাপেক্ষে |
ক) প্রশিক কর্তৃক নির্ধারিত সময় খ) কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে |
ক) প্রশিক্ষণ বিনা খরচে প্রশিক্ষণাথীগণ নির্ধািরিত হারে ভাতা প্রাপ্য হন। খ) প্রশিক্ষণার্থীগণ নিদিষ্ট হারে পান। |
ক) প্রশিক্ষণ নিশ্চিত করা। খ) মনোনয়ন দান ও নিশ্চিত করা। |
ক) সমিতির কার্যালয়ে। খ) অঞ্চলিক সমবায়ইনষ্টিটিউট। গ) সমবায়একাডেমী। |
০৬
|
প্রকল্পঃ
ক) আশ্রয়ন ও আশ্রয়ন ফেইজ-২ খ) গারো সম্প্রদায়ের জীবনযাত্রার উন্নয়ন প্রকল্প। গ) সমবায় ভিত্তিক দুগ্ধ উৎপাদন নিশ্চিতকরণ প্রকল্প। ঘ) সমিতির স্ব-উদ্যেগে। |
ক) আশ্রয়ন ও আশ্রয়ন-২ পূনর্বাসিত ৮০ টি পরিবারের মধ্যে বিতরণ ও আদায়। খ) প্রকল্পভুক্ত১০ টি প্রাথমিক সমিতিতে মোট ৪০০ জনকে নিয়ে প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গ) প্রকল্পভুক্ত ০৩টি প্রাথমিক সমিতির মোট ৩৭৫ জনকে নিয়ে প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ঘ) সমিতির স্ব-উদ্যোগে বিভিন্ন প্রকল্প গ্রহন ও অনুমোদন। |
ক) ঋণের ধরণ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে। খ) প্রকল্পের নিয়ামানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে। গ)প্রকল্পের নিয়ামানুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে। ঘ) প্রকল্পের ধরন অনুযায়ী নির্দিষ্ট সময়। |
ক) নেই। খ) নেই। গ) নেই। ঘ)নেই। |
ক) ঋণ বিতরণ ও আদায় নিশ্চিত করা। খ) ঋণ প্রদান ওআদায় নিশ্চিত করা। গ) ঋণ প্রদান ওআদায় নিশ্চিত করা। ঘ) আইন ও বিধিমালা মোতারেক পরিচালনা ও তদারকি করা। |
ক) প্রকল্প পরিচালক (আশ্রয়ন-2), প্রধান মন্ত্রীর কার্যালয়,ঢাকা। খ) প্রকল্প পরিচালক। গ) ঐ ঘ)নিবন্ধক। |
০৭ | ব্যবস্থাপনা কমিটি গঠন
|
গণতান্ত্রিক পদ্ধতিতে ব্যবস্থাপনা কমিটি নির্বাচন |
চলমান ব্যবস্থাপনা কমিটির মেয়াদ শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে। | নেই
|
সার্বিক সহযোদিতা প্রদান। |
ক্ষেত্র ভেদে উপজেলা সমবায় অফিসার,জেলা সমবায় অফিসার, যুগ্ম নিবন্ধক। |
০৮ | বিরোধ নিষ্পত্তি | সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিলে তা নিষ্পত্তি কার। | সর্বোচ্চ ৩ মাসের মধ্যে | ১০০ টাকার কোর্ট ফি | উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক। | ক্ষেত্র ভেদে জেলা সমবায় অফিসার এবং তদুর্ধ কর্তৃপক্ষ। |
০৯ | তদন্ত | সমবায়ীগণের আবেদনের-প্রেক্ষিতে | উর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক নিদেশিত সময়ের মধ্যে | নেই | তদন্ত সম্পাদন পূর্বক প্রতিবেদন দাকিল করা। | সমিতির নিবন্ধন |
|
|
|
|
|
|
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস